ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনী প্রেসক্লাবের সভাপতি তাহের, সাধারণ সম্পাদক আরিফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
ফেনী প্রেসক্লাবের সভাপতি তাহের, সাধারণ সম্পাদক আরিফ

ফেনী: ফেনী প্রেসক্লাবের ২০২০ সালের কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টের কনফারেন্স হলে প্রেসক্লাবের সভাপতি আসাদুজ্জামান দারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল রাসেলের সঞ্চালনায় সাধারণ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া (ডেইলি অবজারভার, ডিবিসি নিউজ, সাপ্তাহিক বর্ণমালা) সভাপতি এবং মুহাম্মদ আরিফুর রহমান (যমুনা টিভি, দৈনিক আমাদের সময়) সাধারণ সম্পাদক ও অন্যান্য পদে ১৫ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের কমিটি নির্বাচিত হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহ-সভাপতি কামাল উদ্দিন ভূঞা (সাপ্তাহিক ফেনীর গৌরব), যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুহিববুল্লাহ ফরহাদ (বাংলাদেশ টুডে, সাপ্তাহিক ফেনী সমাচার), কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল-মামুন (দ্য ডেইলি সান, সাপ্তাহিক কলকন্ঠ, ডেইলি বাংলাদেশ), দপ্তর ও প্রচার সম্পাদক নজির আহম্মদ রতন (নিউজ২৪)।

কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- নুরুল করিম মজুমদার (সাপ্তাহিক হকার্স), মীর হোসেন মীরু (সাপ্তাহিক ফেনী বার্তা), আবু তাহের (দৈনিক প্রথম আলো, ডেইলি স্টার), বখতেয়ার ইসলাম মুন্না (সময় টিভি), রবিউল হক রবি (চ্যানেল আই, রেডিও টুডে, সাপ্তাহিক ফেনীর খবর), শওকত মাহমুদ (বিটিভি, দৈনিক অজেয় বাংলা, সাপ্তাহিক নবকিরণ)।

সাধারণ পরিষদের সদস্যরা হলেন- জমির উদ্দিন বেগ (বাংলাদেশ প্রতিদিন, মাছরাঙ্গা টিভি), মাইনুল রাসেল (এস এ টিভি), নাজমুল হক শামীম (দৈনিক মানবজমিন, বিডিনিউজ), নজরুল ইসলাম রঞ্জু (একুশে টিভি)।  

এছাড়া সভায় আতিয়ার সজল (সময় টিভি), শাহজালাল ভূঞা (দৈনিক আমাদের অর্থনীতি), রাশেদুল হাসানকে (দৈনিক দেশ রুপান্তর) সাধারণ পরিষদে নতুন সদস্য পদ দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সহযোগী সদস্য সৌরভ পাটোয়ারী (দৈনিক বাংলাদেশের খবর, সাপ্তাহিক ফেনীর তালাশ), এম এমরান পাটোয়ারী (দৈনিক আমাদের নতুন সময়), মোস্তফা কামাল বুলবুল (সাপ্তাহিক ফেনী টাইমস), শাবিহ মাহমুদ (দৈনিক সংবাদ), আমজাদুর রহমান রুবেল (সাপ্তাহিক ফেনী সমাচার), সুরঞ্জিত নাগ (দৈনিক ভোরের ডাক), শেখ আশিকুন্নবী সজীব (দৈনিক অজেয় বাংলা), জুলহাস তালুকদার (সময় টিভি), দুলাল তালুকদার (ডিবিসি, চ্যানেল আই), মীর হোসেন রাসেল (সময় টিভি), মো. সায়েম (সাপ্তাহিক হকার্স), সোলায়মান হাজারী ডালিম (বাংলানিউজটোয়েন্টিফোর.কম)।  

একইদিন নব-নির্বাচিত কমিটির কাছে বিদায়ী কমিটি আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করেন। এদিকে সভায় প্রয়াত সাংবাদিক খলিলুর রহমান ও জিয়া হায়দার স্বপনের মৃত্যুতে শোক প্রস্তাব করেন প্রেসক্লাবের সভাপতি। পরে তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন সাংবাদিক কামাল উদ্দিন ভূঞা।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৯
এসএইচডি/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।