ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিরাপত্তার মধ্যে নারায়ণগঞ্জে নতুন বছরকে স্বাগত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
 নিরাপত্তার মধ্যে নারায়ণগঞ্জে নতুন বছরকে স্বাগত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে কড়া নিরাপত্তা ও বাধা নিষেধের মধ্যেও উদযাপন হয়েছে হ্যাপি নিউ ইয়ার-২০২০। 

বুধবার (০১ জানুয়ারি) রাত ১২টা ১ মিনিটে নারায়ণগঞ্জের আকাশে দেখা যায় আতশবাজি ও সঙ্গে রঙ বেরঙের ফানুস।  

এর আগে সন্ধ্যার পর থেকেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দেখা যায়, নারায়ণগঞ্জের বিভিন্ন রেস্টুরেন্ট, এলাকার মোড়ে মোড়ে ও বাড়ির ছাদগুলোতে উৎসবের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিতে।

বিভিন্ন স্থানেই দেখা যায় ডিজে গানের আয়োজন ও বারবি কিউ পার্টি করতে। আর রাত ঠিক ১২টা ১ মিনিটে শুরু হয় নতুন বছরের আতশবাজি।

সবার প্রত্যাশা নতুন বছর সবার জন্য বয়ে আনবে নতুন কিছু আর বিস্তর সফলতা।  

নারায়ণগঞ্জ জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআইও-২) শফিউল আজম বাংলানিউজেক বলেন, নতুন বছর উপলক্ষে শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নতুন বছর বা থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা নেই।

বাংলাদেশ সময়: ০০৩০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।