ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিকনিকের আড়ালে অসামাজিক কাজ, ধরা খেলেন আ’লীগ নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০২০
পিকনিকের আড়ালে অসামাজিক কাজ, ধরা খেলেন আ’লীগ নেতা

রাজশাহী: থার্টি ফার্স্ট নাইটে পিকনিকের নামে অসামাজিক কাজে লিপ্ত হতে গিয়ে ধরা খেয়েছেন আওয়ামী লীগের এক নেতা। রাজশাহী মহানগরীর একটি বাড়িতে মদের আসর থেকে ওই আওয়ামী লীগ নেতাসহ আরও সাতজনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে তিনজন তরুণীও রয়েছেন। এছাড়া ওই আসর থেকে মদ ও ইয়াবা উদ্ধার হয়েছে।

আটক পুরুষ ৫ জন হলেন- রাজশাহী মহানগরীর ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি (৩২) তার সহযোগী রুমেল হোসেন (৩৫), মনিরুল হক (৩৬), রিপন আলী (৩২) ও পিয়াল মাহমুদ (২২)। বাকি ৩ জন তরুণী।

মহানগরীর পঞ্চবটি এলাকায় থাকা রুমেলের বাড়ি থেকে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দিনগত রাতে তাদের আটক করে বোয়ালিয়া থানা পুলিশ।

অভিযানের সময় ওই বাড়ি থেকে ২ বোতল বিদেশি মদ, ২ বোতল দেশি, ১৩ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকসেবনের নানা উপকরণ জব্দ করা হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (সদর) গোলাম রুহুল কুদ্দুস জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বোয়ালিয়া থানা পুলিশের একটি দল মঙ্গলবার রাতে এ অভিযান পরিচালনা করে।

এ সময় দেখা যায় থার্টি ফাস্ট নাইট উদযাপনের জন্য বাড়িটিতে পিকনিক চলছিল। আর এর আড়ালে বসেছিল মাদক সেবনের আসর। চলছিল অসামাজিক কার্যকলাপ। পরে সেখান থেকে আটজনকে আটক করে থানা হেফজতে নেওয়া হয়। থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ওই তিন তরুণী যৌনকর্মী। সকালে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় বুধবার (০১ জানুয়ারি) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০২০
এসএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।