ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লামায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৯ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২০
লামায় স্কুলছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

বান্দরবান: বান্দরবানের লামায় আজিজুল হাকিম (১৫) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (০১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসের একটি রুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  

আজিজুল হাকিম ওই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।

সে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বানিয়াঝুঁড়ি গ্রামের আমিনুল হক ও মাহমুদা বেগম সান্তনার ছেলে।   

সরই পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই স্কুলের একটি কক্ষে তার মরদেহ ঝুলতে দেখে কর্তৃপক্ষ থানায় খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে।  

কোয়ান্টাম ফাউন্ডেশন সরই এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অর্গানিয়ার অ্যাডভোকেট মো. আরিফ বলেন, আজিজুল গত ১৭ ডিসেম্বর তার নিজ বাড়িতে যায়। ৩০ ডিসেম্বর কোয়ান্টামে ফিরে আসে। সে এবার জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। পরীক্ষায় ভাল ফলাফল না করায় হতাশা থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে আমরা ধারণা করছি, তার অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০০০৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।