ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় দুর্বৃত্তের লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
খুলনায় দুর্বৃত্তের লাঠির আঘাতে বৃদ্ধার মৃত্যু

খুলনা: খুলনায় দুর্বৃত্তের লাঠির আঘাতে কালি রানি (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

শনিবার (০৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মহানগরীর খালিশপুরের ২ নং নেভিগেট এলাকায় এ ঘটনা ঘটে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাবিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, দুর্বৃত্তরা কালি রানিকে লাঠি দিয়ে আঘাত করে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ময়না তদন্তের জন্য কালি রানির মরদেহ উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

নিহত কালি রানি ওই এলাকার মৃত সনতন সেনের স্ত্রী বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।