ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে বাসচাপায় ২ জন নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
মানিকগঞ্জে বাসচাপায় ২ জন নিহত 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের বানিয়াজুড়ী এলাকায় ঢাকাগামী বাসের চাপায় রিকশাচালক ও এক যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- রিকশাচালক ঘিওর উপজেলার শোলধরা এলাকার রশিদ মোল্লার ছেলে আইজুদ্দিন (৪০) ও যাত্রী শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের পয়লা এলাকার সোনামুদ্দিনের ছেলে সেলিম মিয়া (৩৮)।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাসুদেব সিনহা বাংলানিউজকে বলেন, দুপুরে যাত্রীসেবা পরিবহনের একটি বাস পেছন থেকে একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই চালক ও যাত্রী মারা যান। নিহতদের মরদেহ উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।