ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে বিসিএস কোচিং বন্ধের নির্দেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
বরিশালে বিসিএস কোচিং বন্ধের নির্দেশ

বরিশাল: বরিশালে সব বিসিএস কোচিং সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। বরিশাল জেলা প্রশাসক (ডিসি) এস এম অজিয়র রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (৪ জানুয়ারি) থেকে ৮ জানুয়ারি (বুধবার) পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্ম কমিশন নিয়ন্ত্রিত ৪০তম বিসিএস পরীক্ষা-২০১৮ এর আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এ সময়ের মধ্যে কোনো বিসিএস কোচিং সেন্টারের কার্যক্রম চলমান পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়া‌রি ০৪, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।