ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০২০
বরিশালে দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ

বরিশাল: বরিশাল নগরের কাউনিয়ার মানিক মিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দেড়শ জন দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে দেওয়া কম্বল শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মো. আবদুর রকিব, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. হোসেন চৌধুরী, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাহমিনা বেগমসহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।