ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যশোরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
যশোরে গণপিটুনিতে ছিনতাইকারী নিহত

যশোর: যশোরের অভয়নগর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে এক ছিনতাইকারী (৩০) নিহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুন্দলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।  

এলাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে ভাড়ায় চালানো মোটরসাইকেল নিয়ে নওয়াপাড়া-মণিরামপুর সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন বিদ্যুৎ মণ্ডল নামে এক ব্যক্তি।

পথে সুন্দলী বাজারের পাশে একটি মাছের ঘেরের সামনে আগে থেকে অবস্থান নেওয়া তিন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। এসময় দুর্বৃত্তরা মাথায় পিস্তল ঠেকিয়ে মোটরসাইকেলটি ছিনতাইয়ের চেষ্টা করলে বিদ্যুৎ মণ্ডল তাদের একজনকে জাপটে ধরে চিৎকার করতে থাকেন। চিৎকার শুনে বাজার ও আশপাশের লোকজন ছুটে গিয়ে ওই ব্যক্তিকে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান ওই ছিনতাইকারী। অন্য দুই ছিনতাইকারী আত্মরক্ষার্থে মাছের ঘেরে লাফিয়ে পড়েন।  

পরে খবর পেয়ে রাত ১১টার দিকে অভয়নগর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।  

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বাংলানিউজকে বলেন, গণপিটুনিতে নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার নাম-পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। ময়না তদন্তের জন্য তার মৃতদেহ যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ০২৪৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৯ 
ইউজি/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।