ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পাকুন্দিয়ায় ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২০
পাকুন্দিয়ায় ইয়াবাসহ ‘মাদক বিক্রেতা’ আটক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ১৬৫ পিস ইয়াবাসহ রুহুল আমিন (৪৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব)। 

শনিবার বিকেলে (৪ জানুয়ারি) উপজেলার চরকাওনা এলাকা থেকে রুহুল আমিনকে আটক করা হয়। তিনি চরকাওনার মোড়লবাড়ি এলাকার বাসিন্দা।

 

শনিবার রাতে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএনএম শোভন খান।  

র‍্যাব কর্মকর্তা জানান, শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চরকাওনা এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৬৫ পিস ইয়াবা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাকুন্দিয়া থানায় মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।   

বাংলাদেশ সময়: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০ 
এমএএম/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।