ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
রূপগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফজল করিম নামে এক ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১০ জানুয়ারি) উপজেলার পূর্বগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফজল করিম উপজেলার ভাওলিয়াপাড়া এলাকার কাসেম আলীর ছেলে।

রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহমেদ বাংলানিউজকে জানান, ২০১১ সালে ফজল করিম কৃষি ব্যাংক থেকে লোন নিয়ে তা পরিশোধ করেননি। পরে ব্যাংক কর্তৃপক্ষ ফজল করিমের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত তাকে ৬ বছরের কারাদণ্ড দেন। এর পর থেকেই ফজল করিম পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার পূর্বগ্রাম এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।  

তাকে জেল-হাজতে পাঠানো হবে বলেও জানান এসআই ফরিদ আহমেদ।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।