ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বিমানের টয়লেট থেকে ১ কেজি ৮৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
বিমানের টয়লেট থেকে ১ কেজি ৮৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি প্লেন থেকে এক কেজি ৮শ ৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১০টার দিকে ব্যাংকক থেকে আসা বিজি ০৮৯ ফ্লাইটের টয়লেট থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।  

ঢাকা কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলায়মান হোসেন সাইফ বাংলানিউজকে বলেন, শুক্রবার রাত পৌনে ৮টার দিকে অভিযান শুরু করি বিমানের ০৮৯ ফ্লাইটের প্লেনে।

রাত ১০টার দিকে আমরা অভিযান শে করি। অভিযানে টয়লেট থেকে ১ কেজি ৮শ ৬০ গ্রাম স্বর্ণ উদ্ধার করা হয়েছে। কাস্টমস আইনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।