ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় ইসলাম সুপার মার্কেটে আগুন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
আশুলিয়ায় ইসলাম সুপার মার্কেটে আগুন

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ার বারইপাড়া এলাকায় একটি পাঁচতলা ভবনের নিচতলার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে বারইপাড়ার ইসলাম সুপার মার্কেটের নিচতলায় এ আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট প্রায় একঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম বলেন, স্থানীদের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের দু’টি ইউনিট খুব দ্রুত চলে আসায় আগুন বেশি ছড়াতে পারেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

মার্কেটটির মালিক সহিদুল ইসলাম আকাশ বলেন, আমার মার্কেটের উপর ভাড়া বাসা। আগুন দ্রুত নিভে যাওয়ায় উপরে থাকা মানুষগুলোর কিছু হয়নি। তবে আমার মার্কেটে মোট ৬৫টি দোকানের মধ্যে ১৫টি দোকান পুড়ে গেছে।  

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।