ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে কালের কণ্ঠের মুক্তিযোদ্ধা সম্মাননা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
সিলেটে কালের কণ্ঠের মুক্তিযোদ্ধা সম্মাননা

সিলেট: বর্ণিল শোভাযাত্রা ও মুক্তিযোদ্ধা সম্মাননার মধ্যে দিয়ে সিলেটে উদযাপিত হলো দৈনিক কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী। 

শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে শোভাযাত্রায় রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

পরে অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা সম্মাননা।

কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মারণীয় করে রাখতে দেশের প্রতিটি জেলায় একজন করে মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানোর উদ্যোগ নেওয়া হয়। সিলেট জেলায় সেই সম্মাননা পান মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল।

এদিন বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের মুক্তিযোদ্ধা সংগ্রহশালা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে কালের কণ্ঠের পক্ষ থেকে তার হাতে সম্মাননা স্মারক, উত্তরীয় ও নগদ দশ হাজার টাকার সম্মানী তুলে দেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল প্রতিক্রিয়ায় ব্যক্ত করে বলেন, মুক্তিযুদ্ধ করেছি। স্বাধীনতার ৪৮ বছর পরে কেউ এভাবে সম্মাননা জানালো। বিষয়টি আমার কাছে আবেগের, আনন্দের এবং সম্মানের।

মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি আগামীতেও কালের কণ্ঠ এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

কালের কণ্ঠ সিলেটের ব্যুরো প্রধান আহমেদ নূরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদউল্লাহ শহীদুল ইসলাম, মুক্তিযোদ্ধা মো. আব্দুল জলিল, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল রশিদ রেনু, দৈনিক সিলেট বাণীর সম্পাদক ওবায়দুল হক চৌধুরী মাসুম, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) জিদান আল মুসা, কাউন্সিলর এবিএম জিল্লুর রহমান উজ্জ্বল, বাসদ জেলা শাখার আহ্বায়ক আবু জাফর, গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলা, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি আতাউর রহমান আতা, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি মাহবুব রহমান, সম্মিলিত নাট্যপরিষদ সিলেটের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত, ওভারসিজ করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি খালেদ আহমদ, নাট্য সংগঠক শামসুল বাসিত শেরো।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শুভসংঘ সিলেট জেলার সাবেক সাধারণ সম্পাদক নীলাঞ্জন দাশ টুকু, অ্যাসিড নির্মূল কমিটির সাধারণ সম্পাদক জুরেজ আব্দুল্লাহ গুলজার, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এমএ হান্নান, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, দৈনিক প্রথম আলোর সিলেট প্রতিনিধি সুমন কুমার দাস, ওয়ান বাংলা টেলিভিশনের সিইও ফয়সল আলম, দৈনিক খবরপত্রের সিলেট ব্যুরো প্রধান এমএ মতিন, বাংলাদেশ সংবাদ সংস্থার সিলেট প্রতিনিধি শোয়াইবুল ইসলাম, নিউজ টোয়েন্টিফোরের সিলেট প্রতিনিধি সৈয়দ রাসেল, ক্যামেরাপারসন শফি আহমদ, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, সাংবাদিক বেলাল আহমদ, সত্যজিত চৌধুরী গৌতম, ফটো সাংবাদিক শাহিন আহমদ, ফায়জুর রহমান প্রমুখ।

শোভাযাত্রায় শুভসংঘ সিলেট জেলা কমিটি, এমসি কলেজ কমিটি এবং সাংস্কৃতিক সংগঠন একদল ফিনিক্সের সদস্যরা অংশ নেন। শোভাযাত্রাটি নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

বাংলাদেশ সময়: ০১০৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।