ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
যাত্রাবাড়ীতে স্ত্রীর সঙ্গে অভিমানে স্বামীর আত্মহত্যা!

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় স্বামী-স্ত্রীর কলহের জের ধরে মোহাম্মদ আলী (২৮) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

 

মৃতের ভাই সায়েম বাংলানিউজকে জানান, তাদের বাসা কাজলা ঈদগাঁ রোডে। মোহাম্মদ আলী পেশায় গাড়ি চালক ছিলেন। একবছর আগে বিয়ে করেন তিনি। স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকতো। এর জের ধরে সন্ধ্যায় ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেন আলী। দেখতে পেয়ে স্বজনরা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।