ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুকে নিয়ে সেদিনের স্মৃতিচারণ নাহিদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
বঙ্গবন্ধুকে নিয়ে সেদিনের স্মৃতিচারণ নাহিদের

সিলেট: পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারি স্বাধীন দেশে ফিরে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন বঙ্গবন্ধুকে বিমানবন্দরে অভ্যর্থনা জানাতে আরও অনেকের সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে এবার ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হচ্ছে নতুন এক আবহে। বছরটি মুজিববর্ষ নামে আখ্যায়িত করা হয়েছে।


 
মুজিববর্ষ পালনে এবার দেশজুড়ে নেওয়া হয়েছে ব্যাপক আয়োজন। যার ক্ষণগণনা শুরু হয়েছে শুক্রবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে।  

এমন দিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৪৮ বছর আগের সেই স্মৃতিচারণ করেছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ফেসবুকে নিজ ওয়ালে লেখা তার স্মৃতিচারণ হুবহু তুলে ধরা হলো-
 
নুরুল ইসলাম নাহিদ লেখেন- ‘আজকের এইদিনে অর্থাৎ ১৯৭২ সালের ১০ জানুয়ারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের শাসকদের কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুর মুখোমুখি থাকার পর তার স্বাধীন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন, আমাদের স্বাধীনতা পূর্ণতা লাভ করে। ’
 
‘সেদিন বিমানবন্দরে জাতীয় নেতাদের সঙ্গে বিমানের সিঁড়ির কাছে বঙ্গবন্ধুকে স্বাগত জানানোর জন্য ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ডাকসুর ভিপি ও জিএসকেও কার্ড দেয়া হয়েছিল। ’ 
.‘আমার সৌভাগ্য ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে আমিও এর মধ্যে ছিলাম। বিমান নামার পর যেই না বঙ্গবন্ধু বিমানের দরজার সামনে আসেন, ওমনি আবেগে সবজনতা ছুটে এসে ঝাপিয়ে পড়ে। ’
 
‘আজ শুক্রবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু জন্মশতবর্ষ সূচনা অনুষ্ঠানে গিয়ে সেদিনের সব ঘটনা, সব দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। ’
 
‘বিমান আসার আগে ওই সমসাময়িক কালের কয়েকজন ছাত্র নেতার ছবি তুলেছিলেন একজন ফটোগ্রাফার। সেই ছবিটা এখানে দেয়া হলো। ’
 
বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।