ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

রাইসিনা সংলাপে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
রাইসিনা সংলাপে যাচ্ছেন না পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রী

ঢাকা: ভারতের দিল্লিতে আয়োজিত এবারের রাইসিনা সংলাপে পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম যোগ দেবেন না। আগামী ১৪-১৬ জানুয়ারি এ সংলাপ শুরু হতে চলেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, প্রতি বছরের মতো এবারও দিল্লিতে রাইসিনা সংলাপের আয়োজন করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ও অবজার্ভার রিসার্চ ফাউন্ডেশন। প্রতিবারই এ আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বা প্রতিমন্ত্রী।

তারই ধারাবাহিকতায় এবারও ভারতের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তবে পরবর্তী সময়ে তিনি সংলাপে অংশ নিতে পারছেন না বলে জানান। এরপর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমকে সংলাপে আমন্ত্রণ জানানো হয়। তিনি যেতে চাইলেও শেষ পর্যন্ত পারছেন না।

সূত্র জানায়, রোববার (১২ জানুয়ারি) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে সফরে যাচ্ছেন।  তার সফরসঙ্গী হিসেবে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রী। এ কারণেই তারা এবারের রাইসিনা সংলাপে অংশ নিতে পারছেন না।

বাংলাদেশ সময়: ১৪০৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
টিআর/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।