ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে প্লেনের সিঁড়ির নিচে ৪০টি সোনার বার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
শাহজালালে প্লেনের সিঁড়ির নিচে ৪০টি সোনার বার শাহজালালে উদ্ধার করা সোনার বার। ছবি: বাংলানিউজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৪ কেজি ৬৪০ গ্রাম ওজনের ৪০টি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস হাউস। 

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে একটি বেসরকারি এয়ারলাইন্সের প্লেনের সিঁড়ির নিচ থেকে এসব বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৩২ লাখ টাকা।

 

বিমানবন্দর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে কাস্টমস হাউস ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তারা আউট বে এলাকাসহ শাহজালাল বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে নজরদারি শুরু করেন। সন্ধ্যা পৌনে ৬টায় আউট বে নম্বর ২৫-এ অবতরণ করা কুয়ালালামপুর থেকে আসা একটি প্লেনের যাত্রী অবতরণের সিঁড়ির নিচে পরিত্যক্ত অবস্থায় কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ৪০টি সোনার বার পাওয়া যায়।  

বিমানবন্দর কাস্টমস হাউসের সহকারী কমিশনার সোলাইমান হোসেন বাংলানিউজকে বলেন, উদ্ধার করা সোনার বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
টিএম/একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।