ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ভাটারায় কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
ভাটারায় কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেফতার ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

ঢাকা: রাজধানীর ভাটারায় ১২ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার আসামি রাসেল মিয়াকে (১৮) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-৩)।

শনিবার (১১ জানুয়ারি) রাতে তাকে কুমিল্লা থেকে গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান।

তিনি জানান, গত বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) ভাটারায় আলোচিত কিশোরী ধর্ষণ মামলার আসামি রাসেলকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে ধর্ষণের ঘটনায় শনিবার (১১ জানুয়ারি) ভুক্তভোগীর বড় বোন বাদী হয়ে ৪ জনকে আসামি করে ভাটারা থানায় একটি মামলা দায়ের করেছেন।

এর আগে ওই কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে অভিযোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার (১০ জানুয়ারি) রাতে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

পরিবারের সঙ্গে ভাটারা এলাকাতেই থাকে ধর্ষণের শিকার ওই কিশোরী। পরিবারের অভিযোগ, বাসার সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ওই কিশোরীকে রাতভর গণধর্ষণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০ 
পিএম/এমএমআই/এসআইএস 
 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।