ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে ৩ দিনব্যাপী পৌষমেলার উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
বরিশালে ৩ দিনব্যাপী পৌষমেলার উদ্বোধন পৌষমেলার

বরিশাল: বরিশাল নগরের জগদিশ সারস্বত স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৩ দিনব্যাপী পৌষমেলার উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পৌষমেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন এবং সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের উদ্যোগে এ পৌঁষ মেলায় পিঠা-পুলি উৎসব, গ্রামবাংলার বিলুপ্ত প্রায় সংস্কৃতি এবং হস্তশিল্পের সমাহার ঘটানো হয়।

 

তিন দিনব্যাপী মেলায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া পল্লীগীতি, ভাটিয়ালী, লালনগীতি, রবীন্দ্র সঙ্গীত, নজরুলগীতিসহ আবহমান বাংলার সকল সাংস্কৃতিক আয়োজন রয়েছে। মেলা প্রাঙ্গণে ২৫টি স্টলে দেশীয় বিভিন্ন ধরনের পিঠা ও হস্তশিল্প ও পণ্য রয়েছে।  


জেলা রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি কাজল ঘোষ জানান, দেশের নতুন প্রজন্ম গ্রামীণ ঐতিহ্য পৌষমেলা, পিঠা-পুলির সঙ্গে পরিচিত নয়। বাঙালি সংস্কৃতির ঐতিহ্য ফিরিয়ে আনাই মেলার একমাত্র উদ্দেশ্য।

এদিকে উদ্বোধনী দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, এখানেও ফুটিয়ে তোলা হয়েছে আবহমান গ্রাম বাংলার চিত্র।  
প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণে চলবে।  

বাংলাদেশ সময়: ০১১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০

এমএস/এসআইএস 


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।