ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
ঘন কুয়াশায় শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ ফেরি চলাচল বন্ধ

মুন্সিগঞ্জ: ঘন কুয়াশার কারণে মুন্সিগঞ্জের শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রেখেছে কতৃপক্ষ। মাঝ পদ্মায় আটকা পড়েছে ৪টি ফেরি। 

রোববার(১২ জুলাই) রাত ১২টার পর থেকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ আছে। শিমুলিয়া ঘাটে প্রায় ২ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় রয়েছে।

 

বিআইডাব্লিউটিসি'র সহকারি ব্যবস্হাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান জানান, কুয়াশার কারণে কিছু দেখা যাচ্ছিল না। ঘন কুয়াশার কারণে মার্কিং পয়েন্ট ও বিকন বাতি দেখতে না পাওয়ায় নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি বন্ধ রাখা হয়েছে। মাঝ পদ্মায় ৪টি ফেরি আটকা পড়েছে। কুয়াশা কিছুটা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।

বাংলাদেশ সময়: ০৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।