ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ভালো খাবার ও শীতবস্ত্র পেয়ে খুশি এতিম শিশুরা

শফিকুল ইসলাম খোকন, উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
ভালো খাবার ও শীতবস্ত্র পেয়ে খুশি এতিম শিশুরা

পাথরঘাটা (বরগুনা): প্রান্তিক জনপদ। নিকটেই সুন্দরবন সংলগ্ন বলেশ্বর নদ। এখানে খেটে খাওয়া মানুষের সংখ্যা বেশি। অভাব-অনটন আর শিক্ষার হার কম থাকা এবং বাল্যবিয়েসহ সামাজিক ও পারিবারিক বিরোধের কারণে বিবাহ বিচ্ছেদের সংখ্যাও বেশি। বিবাহ বিচ্ছেদ এবং গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে বহু কর্মক্ষম ব্যক্তি মারা যাওয়ার কারণে অনেক সন্তান হয়ে পড়ে অনাথ। আর এসব অনাথ শিশুদের অধিকাংশকেই পাঠানো হয় মাদরাসায়।

ঠিক এ রকম একটি মাদরাসা রয়েছে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের ছোট টেংরা গ্রামে। ছারছীনার পীরের প্রতিষ্ঠিত ছোট টেংরা খানকায়ে ছালেহিয়া দ্বীনিয়া মাদরাসায় বিভিন্ন এলাকা থেকে খেটে খাওয়াদের শিশুরা দ্বীনি শিক্ষা গ্রহণ করতে এসেছে।

এদের মধ্যে বেশিরভাগই অনাথ ও গরিব ঘরের সন্তান। এ মাদরাসায় শতাধিক শিশু দ্বীনি শিক্ষা নিচ্ছে। আবাসিক হিসেবে থাকে অন্তত ৬০ জন শিশু। এতিমখানায় শিশুরা ভালো খাবার খেতে পায় না। পাচ্ছে না ঠিকমতো পোশাক বা শীত বস্ত্রও। তবে তাদের শীতের হাত থেকে বাঁচাতে এগিয়ে এসেছেন কিছু তরুণ। অনলাইন ভিত্তিক নিউজপোর্টাল পাথরঘাটা নিউজের উদ্যোগে এই শিশুদের দেওয়া হয় শীতবস্ত্র। আয়োজন করা এক বেলা ভালো খাবারেরও।

এতিম শিশুদের জন্য ছিল এ আয়োজন।  ছবি: বাংলানিউজ

উপজেলার ছোট টেংরা খানকায়ে ছালেহীয়া দ্বীনিয়া মাদরাসা কমপ্লেক্সে সোমবার (৬ জানুয়ারি) খাবারের আয়োজনের পাশাপাশি মাদরাসা কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র। এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকার মানুষ।

এতিম শিশুদের সঙ্গে সময় কাটাতে ছুটে আসেন পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির, পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন, পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি মির্জা শহিদুল ইসলাম খালেদ।

একবেলা ভালো খাবার পেয়ে আনন্দিত এতিম শিশুরা। মো. জসিম, আব্দুর রহমান, মহিবুল্লাহসহ একাধিক শিশুর সঙ্গে কথা হয়। তারা জানায়, দ্বীনের শিক্ষা নিতে তারা মাদরাসায় পড়ছে। পরিবারের পক্ষ থেকে টাকা পয়সা দিতে পারে না। তাই এই এতিমখানা তাদের ঘরবাড়ি। এখানে খাবার মোটামুটি মানের। ভালোও না আবার খারাপও না। এদিন ভালো খাবার খেয়ে তারা আনন্দিত। শীতের কারণে ঘুমাতেও কষ্ট হয়। কম্বল পেয়ে তাই তাদের খুশির সীমা নেই।

দেওয়া হয় শীতবস্ত্রও।  ছবি: বাংলানিউজ

মাদরাসার প্রধান শিক্ষক হাফেজ মো. বেল্লাল বাংলানিউজকে বলেন, এখানে অনেক শিশু আছে এতিম ও অসহায়। আমরা শিশুদের একবেলা ভালো খাবার খাওয়াতে পেরে আনন্দিত এবং আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি।

পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বাংলানিউজকে বলেন, পাথরঘাটা নিউজের এ রকম আয়োজন দেখে আমি মুগ্ধ হয়েছি। এতিমদের সঙ্গে বসে একবেলা খেয়েছি। তাদের সঙ্গে বসে খাবার খেতে পেরে শান্তি পেয়েছি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন বলেন, এ সমাজে অনেকেই আছেন এতিমদের দেখেও দেখেন না। তাদের কোনো খোঁজ খবর নেন না। পাথরঘাটা নিউজের এ উদ্যোগ প্রশংসা পাওয়ার যোগ্য।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।