ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

নিজ দোকানের সামনে ট্রলির ধাক্কায় প্রাণ গেল চা বিক্রেতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
নিজ দোকানের সামনে ট্রলির ধাক্কায় প্রাণ গেল চা বিক্রেতার

লালমনিরহাট: লালমনিরহাটে বালুবোঝাই ট্রলির ধাক্কায় দয়ানাথ বর্ম্মন দয়াল (৩০) নামে এক চা বিক্রেতার মৃত্যু হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) লালমনিরহাট পৌরসভার সাপ্টানা এলাকার হাসপাতাল রোডে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দয়ানাথ বর্ম্মন দয়াল আদিতমারী উপজেলার পশ্চিম ভেলাবাড়ি গ্রামের মৃত রমানাথ বর্ম্মনের ছেলে।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বাংলানিউজকে বলেন, লালমনিরহাট শহরের সাপ্টানা এলাকার হাসপাতাল রোডে একটি দোকানে চা বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন দয়ানাথ বর্ম্মন দয়াল। সকাল সাড়ে ১০টার দিকে দোকানে সামনে সড়ক পারাপারের সময় একটি বালুবোঝাই ট্রলির ধাক্কায় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দয়ানাথ বর্ম্মন দয়ালকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১২১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।