ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে ১৪ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
মুন্সিগঞ্জে ১৪ কোটি টাকার কারেন্ট জাল ধ্বংস

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদরের পঞ্চসার ইউনিয়নে অভিযান চালিয়ে ৭০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাতটি ফ্যাক্টরি থেকে জব্দ আনুমানিক ১৪ কোটি টাকা মূল্যের জালগুলো ধলেশ্বরী নদীর তীরে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়।  

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফ বাংলানিউজকে বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত ওই ইউনিয়নের কয়েকটি স্থানে জাল তৈরির ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়।

এসময় ১৪ কোটি টাকার ৭০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জালগুলো ধলেশ্বরীর তীরে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এছাড়া অভিযানে আলম ফিশিং নেটের ম্যানেজার আক্তার হোসেনকে ১০ হাজার জরিমানা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান, জেলা মৎস্য কার্যালয়ের সিনিয়র সহকারী পরিচালক সুনীল মণ্ডল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসলাম হোসেন শেখ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।