ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশের ভেতরে বিএসএফের আনাগোনা, উৎকণ্ঠায় এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
বাংলাদেশের ভেতরে বিএসএফের আনাগোনা, উৎকণ্ঠায় এলাকাবাসী

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত অতিক্রম করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) মাঝেমধ্যেই বাংলাদেশে ঢুকে পড়ছে বলে অভিযোগ উঠেছে।

এমন পরিস্থিতিতে উৎকণ্ঠায় আছে এলাকাবাসী। তারা আশঙ্কা করছেন, বিএসএফ যে কোনো সময় অঘটন ঘটাতে পারে।

স্থানীয়দের অভিযোগ, উপজেলার বেরং নদী সংলগ্ন সীমান্তের ৪৩৬ এর ১ এস সাব পিলার বরাবর তেঁতুলিয়া বাইপাস পুরাতন সড়কে রাতের আঁধারে মাঝেমধ্যে ঘুরে বেড়ায় বিএসএফ। এ নিয়ে স্থানীয়রা শংকিত।  

স্থানীয় করিমউদ্দিন বাংলানিউজকে জানান, মাঝে মধ্যেই বিএসএফের সামনে পড়ছে এলাকাবাসী। অনেকেই রাতে এ সড়কে চলাচল করতে ভয় পাচ্ছে।  

বাংলাদেশের সড়কে বিএসএফের আনাগোনার বিষয়ে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সিও লে. কর্নেল খন্দকার আনিছুর রহমান বাংলানিউজকে জানান, যদি এ ধরনের ঘটানা ঘটে থাকে, স্থানীয়দের সুরক্ষিত রাখতে সেখানে স্পেশাল টহল পরিচালনা করা হবে। বিএসএফ যদি না জানিয়ে সীমানা অতিক্রম করে তবে তাদের আটক করা হবে।

এদিকে সব সীমান্তে বিজিবি সব সময় সজাগ রয়েছে বলে জানান তিনি।  

তিনি আরও বলেন, আমাদের জানা মতে সেখানে বিজিবি চলাফেরা করে থাকে। বিএসএফ কখনো পিলার সার্ভে করতে এলেও আমাদের জানিয়ে আসে, তখন আমরাও থাকি।
 
বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, জানুয়ারি, ২০২০
আরএ/এজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।