ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

৫টি ভেজাল পেট্রোল কারখানা সিলগালা, ৬জনের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
৫টি ভেজাল পেট্রোল কারখানা সিলগালা, ৬জনের জেল-জরিমানা ৫টি ভেজাল পেট্রোল কারখানা সিলগালা, ৬জনের জেল-জরিমানা

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুরে অভিযান চালিয়ে ৫টি ভেজাল পেট্রোল-অকটেন তৈরির কারখানা সিলগালা করেছে র‌্যাব-১২ সদস্যরা। এ সময় ১৫ হাজার লিটার ভেজাল জ্বালানী, কেমিক্যাল ও তেল তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। 

এসব তেল উৎপাদনের সঙ্গে জড়িত ৫জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং একজনকে ৫০হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

রোববার (১২ জানুয়ারি) বিকেলে শাহজাদপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জাকিয়া সুলতানা এ আদেশ দেন।

 

বিভিন্ন মেয়াদে কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার গঙ্গাপ্রসাদ গ্রামের হাকিম উদ্দিনের ছেলে মালকি হাসান মাহমুদ (৩১), একই গ্রামের চাঁদ মুন্সির ছেলে শফিকুল মুন্সি (৩২), নবীর উদ্দিনের ছেলে ছোলায়মান মুন্সি (৩৫), ট্যাংকলরি চালক চাপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর গ্রামের মহসনি আলীর ছেলে আব্দুস ছামাদ (৩৫), একই উপজলোর তেতুলতলা গ্রামের গোলাম মোস্তফার ছেলে রবিউল ইসলাম (৩৫)। এছাড়া  অর্থদণ্ডপ্রাপ্ত  মহির উদ্দিন মোল্লা (৫০) শাহজাদপুর উপজেলার দ্বাবাড়িয়া গ্রামের আবু তাহেরে ছেলে।  

রোববার (১২ জানুয়ারি)  রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের পরিদর্শক মো. সবুজ মিয়া।  

সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের গঙ্গাপ্রসাদ ও নুকালীতে ৫টি অধৈব ভেজাল পেট্টোল-অকটেন তৈরির কারখানায় অভিযান চালায় র্যাব। এ সময় ৫টি কারখানা থেকে ১৫ হাজার লিটার ভেজাল জ্বালানি, একটি ট্যাংকলরি, ভেজাল জ্বালানি তৈরির সরঞ্জাম ও কেমিক্যাল জব্দ করা হ। এছাড়া কারখানাগুলো সিলগালা করা এসব অবৈধ তেল উৎপাদনের সঙ্গে জড়িত থাকার দায়ে ৬ জন মালিক-কর্মচারিকে আটক করা হয়।  

আটকদের পরে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে বিচারক ৩ জনকে ৬ মাস করে, ২ জনকে ১ মাস করে কারাদণ্ড ও একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।  

বাংলাদেশ সময় : ১৫২৯ ঘন্টা, জানুয়ারি ১৩, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।