ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
আশুলিয়ায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আলহাজ নামে (৫৫) এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগী শিশুটি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৫টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান।

এর আগে, গত (১১ জানুয়ারি) শনিবার বিকেলে আশুলিয়ার কুরগাও এলাকায় এ ঘটনা ঘটে।

পরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে রোববার (১২ জানুয়ারি) রাতে আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

গ্রেফতার আলহাজ কুরগাও এলাকার বাসিন্দা। তিনি ভুক্তভোগী শিশুটির প্রতিবেশী বলে জানা গেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আসওয়াদুর রহমান জানান, শনিবার (১১ জানুয়ারি) বিকেলে কুরগাঁও এলাকায় ভুক্তভোগীর বাড়ির পাশের একটি মাঠে বন্ধুদের সঙ্গে খেলা করছিল শিশুটি। এসময় প্রতিবেশী আলহাজ কৌশলে শিশুটিকে মাঠের এক পাশে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে কিছুক্ষণ শিশুটি নিখোঁজ থাকার পর সন্ধ্যায় পরিবারের সদস্যরা তাকে খুঁজে পায়। শিশুটি বাবা-মাকে সব খুলে বললে তার পরিবার এ ঘটনায় রোববার থানায় একটি লিখিত অভিযোগ দেয়। অভিযোগের ভিত্তিতে সেদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন তারা।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।