ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্তে ৮৭ বোতল ফেনসিডিলসহ আটক ১

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
বেনাপোল সীমান্তে ৮৭ বোতল ফেনসিডিলসহ আটক ১

বেনাপোল (যশোর): বেনাপোল সীমান্তের বলফিল্ড এলাকা থেকে ৮৭ বোতল ফেনসিডিলসহ আলী হোসেন (২৭) নামে একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১০ টার সময় বেনাপোল বলফিল্ড এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আলী হোসেন বেনাপোল পোড়াবাড়ি নারানপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল বলফিল্ড এলাকা দিয়ে মাদকের একটি চালান যাবে। এমন সংবাদের ভিত্তিতে বলফিল্ড এলাকায় অভিযান চালিয়ে ৮৭ বোতল ফেনসিডিলসহ আলী হোসেনকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, আলী হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে মঙ্গলবার (১৪ জানুয়ারি) যশোর আদালতে তোলা হবে।

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এইচএমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।