ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দুস্থদের শীতবস্ত্র দিল কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
দুস্থদের শীতবস্ত্র দিল কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ

ঢাকা: কোস্ট গার্ড স্টেশন গজারিয়া ও চাঁদপুরে গরিব ও দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ।

সোমবার (১৩ জানুয়ারি) সুবিধাবঞ্চিত শিশু ও বয়স্ক নারী-পুরুষ, অসহায়-দুস্থ জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবের জন্য কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ এসব শীতবস্ত্র বিতরণ করে। এসময় ২০০টি কম্বল, ১৪৮টি সুয়েটার এবং ১০টি চাদর বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভানেত্রী বেগম ফারজানা কবির। বাংলাদেশ কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল এম আশরাফুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘ ২০০২ সাল থেকে বিভিন্ন কল্যাণমূলক ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ কোস্ট গার্ড পরিবার কল্যাণ সংঘের পক্ষ থেকে জনকল্যাণমূলক উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ০৬৫০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এজেডএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।