ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
শ্রীমঙ্গলে স্কুলছাত্রের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গাছের সঙ্গে বাঁধা ইব্রাহীম মিয়া (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় ফিনলের বুরবুরিয়া চা বাগানের বধ্যভূমির পাশে একটি গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।  

ইব্রাহীম উপজেলার ভানুগাছ রোডের মতিন মিয়ার বাসার ভাড়াটিয়া মাংস ব্যবসায়ী দুলাল মিয়ার ছেলে।

সে  শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সোমবার বিকেল থেকে নিখোঁজ ছিল ইব্রাহীম। এ ঘটনায় রাতে মাইকিং এবং থানায় সাধারণ ডায়েরি করা হয়। মঙ্গলবার সকালে শ্রমিকরা চা বাগানে কাজে গেলে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় একটি মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।  

শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আশরাফুজ্জামান বাংলানিউজকে বলেন, ঘটনার আলামত সংগ্রহের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি বিশেষ দল ঘটনাস্থলে যাচ্ছে। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।