ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

 ‘নব্য জেএমবি’র তানভীরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
 ‘নব্য জেএমবি’র তানভীরসহ ৩ জনের বিরুদ্ধে মামলা

আশুলিয়া (সাভার): সাভারের আশুলিয়ায় গকুলনগরে এক প্রবাসীর বাড়ি থেকে আটক হওয়া 'নব্য জেএমবি’র আইটি প্রধান তানভীর হাসানের স্ত্রী শায়লা শারমিনসহ ৩ জনের নাম উল্লেখ করে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করেছে আশুলিয়া থানা পুলিশ।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আসামিরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪৬ তম আবর্তনের শিক্ষার্থী 'নব্য জেএমবি'র আইটি প্রধান তানভীর হাসান তার স্ত্রী গাজীপুর সদর থানার বহরিচালা গ্রামের শায়লা শারমিন ও তাদের সহযোগী জাকারিয়া জামিল।

এদের মধ্যে তানভীর হাসান ও জাকারিয়া জামিল পলাতক রয়েছেন।

এদিকে আটক শায়লা শারমিনকে এ মামলায় গ্রেফতার দেখিয়ে সাত দিনের রিমান্ড আবেদন করে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, গতকাল সোমবার (১৩ জানুয়ারি) বিকেল থেকে রাত পর্যন্ত তিন ঘণ্টা আশুলিয়ার গকুলনগর বাজার সংলগ্ন সৌদি প্রবাসী আক্তার হোসেনের ভাড়া বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালিয়ে আটক করা হয় ‘নব্য জেএমবি’র আইটি প্রধান তানভীর হাসানের স্ত্রী শায়লা শারমিনকে। পাশাপাশি উদ্ধার করা হয় বেশ কিছু পেট্রোল বোমা, ৪টি খেলনা পিস্তলসহ বেশ কিছু সক্রিয় ডিভাইস।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।