ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

ঝালকাঠি: ঝালকাঠিতে মোটরসাইকেলের ধাক্কায় মোসলেম উদ্দিন সিকদার (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে বরিশাল-ঝালকাঠি সড়কের ষাটপাকিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মোসলেম ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়ার প্রেমহার গ্রামের বাসিন্দা।

নিহত মোসলেমের স্বজনদের বরাত দিয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল আমিন জানান, দুপুরে অটোরিকশা থেকে নেমে বাড়ি যাবার উদ্দেশে রাস্তা পার হচ্ছিলেন মোসলেম। এসময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বিষয়টি নিয়ে নিহত মোসলেমের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা বা আইনি প্রক্রিয়ায় যেতে রাজি নন। তাই ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২০
এমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।