ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কা‌লিয়া‌কৈ‌রে সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
কা‌লিয়া‌কৈ‌রে সড়ক দুর্ঘটনায় পোশাক কারখানার কর্মকর্তা নিহত

গাজীপুর: গাজীপুরের কা‌লিয়া‌কৈর উপ‌জেলায় সড়ক দুর্ঘটনায় আনছারুল হক (৪১) নামে পোশাক কারখানার এক কর্মকর্তা নিহত হ‌য়ে‌ছে।

বুধবার (১৫ জানুয়া‌রি) সকাল সা‌ড়ে ৯টার দি‌কে ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে এ দুর্ঘটনা ঘ‌টে। নিহত আনছারুল হকের বাড়ি রংপুর সদর উপজেলায়।

সালনা হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মো. মু‌জিবুর রহমান জানান, কা‌লিয়া‌কৈ‌রের চান্দরা পল্লী‌বিদ্যুৎ এলাকায় বা‌ড়ি ক‌রে প‌রিবার নি‌য়ে বসবাস কর‌তেন আনছারুল হক। তি‌নি ইন্টা‌রস্টফ অ্যাপা‌রেলস লি‌মি‌টেড কারখানার জু‌নিয়র প্রশাস‌নিক কর্মকর্তা হি‌সে‌বে চাকরি কর‌তেন। সকা‌লে কারখানায় যাওয়ার প‌থে ওই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌ক পার হ‌চ্ছিলেন তি‌নি। এ সময় অজ্ঞাত এক‌টি গাড়ি তা‌কে চাপা দেয়। এ‌তে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়। খবর পে‌য়ে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, জানুয়া‌রি ১৫, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।