ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পদ্মা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
পদ্মা নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া মাদ্রাসাপাড়া এলাকার সামনে পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার জানান, দুপুরে স্থানীয়রা নদীতে মরদেহটি ভাসতে দেখে ৯৯৯ নম্বরে ফোন দেয়।

পরে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) ফিরোজ কবির বাংলানিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।