ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মায়ের পা ধুয়ে সম্মান জানালো ৯০০ শিক্ষার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
মায়ের পা ধুয়ে সম্মান জানালো ৯০০ শিক্ষার্থী

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় শ্রদ্ধা, সম্মান ও ভক্তির বহিঃপ্রকাশ স্বরূপ মায়ের পা ধুয়ে সম্মান জানালো ৯০০ শিক্ষার্থী। এসময় মায়েরা তাদের সন্তানদের জন্য দুহাত তুলে দোয়া করেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) উপজেলার মিরুখালী স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠানটির মাঠে ব্যতিক্রমী ‘মা সমাবেশ’র আয়োজন করা হয়। এতে ৯০০ শিক্ষার্থীর মা, শিক্ষক, গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও কথা সাহিত্যিক শামীমা সুলতানা।  

বক্তব্য রাখেন অধ্যক্ষ নাসির উদ্দিন, প্রবাসী মিজানুর রহমান মিলন, শিক্ষক আব্দুল হামিদ, চিত্ত রঞ্জন হালদার, রোকনুজ্জামান শরীফ, শামীমা সুলতানা রোজি, সুরাইয়া আক্তার সেলিনা, সাংবাদিক ফারুক হোসেন খান, শিক্ষিকা কিরণ প্রভা রায়, পারভেজ তালুকদার, শিক্ষার্থী সুরাইয়া মিম, ইমরান হোসেন প্রমুখ।

মা সমাবেশ শেষে বিদ্যালয়ের মাঠে ৯০০ মাকে চেয়ারে সারিবদ্ধভাবে বসিয়ে শিক্ষার্থীরা তাদের নিজ নিজ মাকে পা ধুয়ে তা আবার মুছে দিয়ে সম্মান জানায়। এসময় ওই সব মায়েরা তাদের সন্তানদের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।  

বাংলাদেশ সময়: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।