ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘থানা হবে জনবান্ধব’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
‘থানা হবে জনবান্ধব’

রংপুর: থানাকে গণমুখী ও জনবান্ধব করতে অসহায় বিপদগ্রস্ত মানুষকে আন্তরিকতার সঙ্গে আইনি সেবা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে রংপুরের পীরগঞ্জ থানায় অনুষ্ঠিত মাসিক অপরাধ ও আইন শৃঙ্খলা পর্যালোচনা সভায় তিনি এ নির্দেশনা দেন।

বিপ্লব কুমার বলেন, পুলিশ সাধারণ মানুষের পাশে সার্বক্ষণিক কাজ করবে।

সর্বোচ্চ সহযোগিতার মানসিকতা নিয়ে পুলিশ কর্মকর্তা থেকে কনস্টেবল কাজ করলে আইনি সেবা ও ন্যায় বিচারের প্রতি মানুষের আস্থা বাড়বে।
 
পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে এসপি বিপ্লব বলেন, অসহায় ও বিপদগ্রস্ত মানুষ যেন থানায় এসে খুব স্বাভাবিকভাবে কথা বলতে পারে। সেজন্য সবাইকে আন্তরিক হতে হবে। কোনো রকম হয়রানি করা যাবে না।  

‘কোনো ভুক্তভোগী যেন সহজেই মামলা ও জিডি করতে পারে। থানা থেকে বের হয়ে মানুষের যেন বলতে পারে পুলিশ গণমুখী ও জনবান্ধব। ’

পীরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্রের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ) ফজলে এলাহী, পীরগঞ্জ ভেন্ডাবাড়ী তদন্তকেন্দ্রের পুলিশ পরিদর্শক শাহীনুর ইসলাম তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।