ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ২ ইটভাটা মালিককে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
সৈয়দপুরে ২ ইটভাটা মালিককে জরিমানা ইটভাটা

নীলফামারী:  নীলফামারীর সৈয়দপুর উপজেলায় দুই ইটভাটার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অনুমোদন ছাড়াই ইটভাটায় ইট উৎপাদন ও বিক্রয় এবং বাজারজাত করার দায়ে এ জরিমানা করা হয়।  

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে বিএসটিআই রংপুর অফিসের ফিল্ড অফিসার দেলোয়ার হোসেন এ জরিমানা করেন।

 

অভিযানে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের বসুনিয়াপাড়া কালিতলার বাইপাস সড়ক সংলগ্ন মেসার্স আনিছুর রহমান সরকার ইটভাটা (এআরএস) এবং বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার মেসার্স ব্রিক্স লিংক লিমিটেডের (বিএলএল) মালিকের কাছ থেকে ২৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।

এসময় সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার উপস্থিত ছিলেন।  

তিনি জরিমানার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এমআরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।