ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে বাস ও ট্রলির সংঘর্ষে আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
ঝালকাঠিতে বাস ও ট্রলির সংঘর্ষে আহত ৭

ঝালকাঠি: ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মালবাহী ট্রলির (থ্রি হুইলার) মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ সাতজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় ঝালকাঠি শহরতলীর কৃষ্ণকাঠি এলাকার বরিশাল-খুলনা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

দুর্ঘটনায় আহতদের ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর মধ্যে গুরুতর আহত বাসচালক জামাল হোসেন (৪০) ও ট্রলিচালক রাশেদকে (২৬) উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর কথা জানান ঝালকাঠি বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঝালকাঠি আন্ত:জেলা বাস টার্মিনাল থেকে বরিশালগামী একটি বাস সুতালড়ি পুলিশ লাইনের কাছাকাছি পৌছলে বিপরীত থেকে আসা ইট বোঝাই একটি ট্রলি নিয়ন্ত্রণ হারালে বাস-ট্রলির সংঘর্ষ ঘটে।  

এতে বাস ও ট্রলির সামনের ডান দিকের অংশ দুমড়ে মুচরে যায়। দুর্ঘটনায় বাসচালক জামাল ও ট্রলিচালক রাশেদসহ সাত যাত্রী আহত হন।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।