ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ভৈরবে মাদকদ্রব্য অফিসে আগুনের ঘটনায় মামলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
ভৈরবে মাদকদ্রব্য অফিসে আগুনের ঘটনায় মামলা 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আমলাপাড়াস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেলের পরিদর্শক অফিসে আগুন দেওয়ার ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। 

বুধবার (২২ জানুয়ারি) দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভৈরব সার্কেল অফিসের পরিদর্শক মো. মাসুদুর রহমান বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলাটি দায়ের করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, অপরাধী যেই হোক পার পাবে না। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

মঙ্গলবার (২১ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে ভৈরব মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল অফিসে আগুন দেয় কতিপয় মাদকবিক্রেতারা। আগুনে অফিসের কম্পিউটার, মামলার নথিপত্র, মাদক ব্যবসায়ীদের তালিকাসহ মূল্যবান মালামাল পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ০৩৫২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।