ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সবুজবাগে শিশু ধর্ষণের অভিযোগে মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
সবুজবাগে শিশু ধর্ষণের অভিযোগে মামলা

ঢাকা: রাজধানীর সবুজবাগ বাসাবো এলাকায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে জুবায়ের (২৫) নামে এক যুবকের ‍বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

ওসি মাহবুব আলম জানান, শিশুটির পরিবার বাসাবো এলাকায় একটি সাবলেট বাসায় ভাড়া থাকে।

গত ১৬ জানুয়ারি সকালে পাশের রুমে থাকা জুবায়ের নামে এক যুবক ওই শিশুকে ফুসলিয়ে নিজের রুমে নিয়ে ধর্ষণ করে।  

তিনি আরও জানান, শিশুটি পরিবারের কাছে কিছু বলেনি। ঘটনার তিনদিন পর শিশুটির মা বিষয়টি টের পান এবং শিশুটিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে স্বীকার করে। এরপর মানসম্মানের ভয়ে কাউকে জানতে দেয়নি। পরে নিজেদের ভেতরে আলোচনা করে বুধবার (২২ জানুয়ারি) রাতে থানায় মামলা করেন।  

শিশুটির পরিবার থানায় আসার কথা শুনে আসামি পালিয়েছে। তাকে ধরার চেষ্টা চলছে। এছাড়া শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪৪ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২০
এজেডএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।