ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

১০ আগ্নেয়াস্ত্র-২১ হাজার ইয়াবাসহ ২১ কারবারির আত্মসমর্পণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
১০ আগ্নেয়াস্ত্র-২১ হাজার ইয়াবাসহ ২১ কারবারির আত্মসমর্পণ

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে এবার দ্বিতীয় দফায় আত্মসমর্পণ করলেন ২১ ইয়াবা কারবারি। এসময় এসব ইয়াবা কারবারিরা ২১ হাজার পিস ইয়াবা ও ১০টি আগ্নেয়াস্ত্র জমা দেন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেল সোয়া পাঁচটার দিকে টেকনাফ সরকারী কলেজ মাঠে জেলা পুলিশ অয়োজিত অনুষ্ঠানে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুকের হাতে এসব ইয়াবা ও অস্ত্র জমা দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করেন।

‘মুজিববর্ষের অঙ্গিকার, পুলিশ হবে জনতার’ এ স্লোগানে কক্সবাজার জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার জেলা কমিউনিটি পুলিশিং-এর সভাপতি সাংবাদিক তোফায়েল আহমেদ প্রমুখ।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন জানান, আত্মসমর্পণ করা ২১ ইয়াবা কারবারির বিরুদ্ধে দুটি মামলা করা হবে। পরে তাদের তোলা হবে আদালতে।

২০১৯ সালের ১৬ ফেব্রুয়ারি প্রথম দফায় ১০২ জন ইয়াবা কারবারি টেকনাফ পাইলট হাই স্কুল মাঠে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল ও পুলিশের মহাপরিদর্শক ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর হাতে আত্মসমর্পণ করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এসবি/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।