ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মু‌ক্তি‌যোদ্ধা কাওসার হোসেন আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
মু‌ক্তি‌যোদ্ধা কাওসার হোসেন আর নেই

বরিশাল: মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল মহানগর কমান্ডের সাংগঠনিক সম্পাদক ও ব‌রিশালস্থ ভোলা জেলা জনকল্যাণ সমি‌তির সা‌বেক সভাপ‌তি মু‌ক্তি‌যোদ্ধা আলহাজ মো. কাওসার হোসেন (৭২) ইন্তেকাল করেছেন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) সকালে বরিশাল নগরের ওসমান খান সড়কের নিজ বাসায় তার মৃত্যু হয় (ইন্না‌লিল্লা‌হি...রা‌জিউন)।

বাদ আছর মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে রূপাতলীস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশের পাশাপাশি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়ার সদস্য ও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক আলহাজ আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল সদর আসনের সাংসদ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীমসহ বরিশালস্থ ভোলা জেলা জনকল্যাণ এবং ছাত্র-ছাত্রী কল্যাণ সমি‌তির নেতারা।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
এমএস/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।