ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

চরফ্যাশনে নৌকা ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
চরফ্যাশনে নৌকা ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

ভোলা: ভোলার চরফ্যাশন উপজেলায় নৌকা ডুবে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) ভোরে বেতুয়া ডাক্তারের খাল নামক পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার ভেলুমিয়া ইউনিয়নের আ. বারেক মোল্লার ছেলে রাকিব (১৩) ও চরফ্যাশন উপজেলার আয়শাবাগ গ্রামের হারুনের ছেলে রাজিব (১৮)।  

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার ভোরে মাছ ধরতে যাওয়ার জন্য রোববার রাতে ৭ জেলে নৌকায় ঘুমিয়েছিলেন।

এদের মধ্যে রাকিব ও রাজিব কেবিনে এবং বাকিরা নৌকার উপরে ঘুমাচ্ছিলেন। তাদের নৌকাটি ঘাটে নোঙর করা ছিল। একপর্যায়ে পানি ঢুকে নৌকাটি ডুবে যায়। এতে পাঁচ জন জীবিত উদ্ধার হলেও দুই জন ডুবে মারা যায়। নিহতের মধ্যে রাজিব জেলে হলেও রাকিব শখের বশে মামার সঙ্গে নৌকাতে ঘুমাতে গিয়েছিল।  

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন এ তথ্য নিশ্চিত করে বলেন, নিহতদের পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় চরফ্যাশন থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।