ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নারীর মৃত্যু

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নারীর মৃত্যু

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় চালক এনি (২৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বোন সারমিন (১৯) ও উপেন্দ্র সরকার (৭০) নামে আরকে পথচারী আহত হয়েছেন।

সোমবার (০৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শোল্লা কাঞ্চিরামপুর সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত এনি শোল্লা ইউনিয়নের কোন্ডা গ্রামের আজিজুলের স্ত্রী ও নবাবগঞ্জ সদর জেলা পরিষদ মার্কেটে আদিলা তানভির নামে একটি বিউটি পার্লারের স্বত্বাধিকারী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় জেলা পরিষদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে মোটরসাইলের পেছনে বোন সারমিনকে নিয়ে এনি বাড়ির উদ্দেশে রওনা হন। শোল্লা কাঞ্চিরামপুর সেতুর সামনে এলে উপেন্দ্র সরকার নামে এক পথচারীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল উল্টে পড়ে যায়। এতে এনি তার বোন সারমিন ও পথচারী উপেন্দ্র গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক এনিকে মৃত ঘোষণা করেন। সারমিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।  বৃদ্ধ উপেন্দ্রের অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।