ঢাকা, মঙ্গলবার, ৩০ পৌষ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

জাতীয়

শাহজালালে যাত্রীর পায়ুপথে মিলল দেড় হাজার পিস ইয়াবা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
শাহজালালে যাত্রীর পায়ুপথে মিলল দেড় হাজার পিস ইয়াবা

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর পায়ুপথে মিললো প্রায় দেড় হাজার পিস ইয়াবা। বিমানবন্দর আর্মড পুলিশ কয়েক ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই যাত্রীর পায়ুপথ থেকে ইয়াবাগুলো উদ্ধার করেন।  

এ ঘটনায় হেলাল উদ্দিন (৩২) নামে ওই বিমানযাত্রীকে আটক করা হয়েছে। তিনি কক্সবাজার জেলার উখিয়া থানার আশারপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে।

বিমানবন্দর আর্মড পুলিশ জানায়, সোমবার (০৩ ফেব্রুয়ারি) বিকেলে হেলাল উদ্দিন (৩২) বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার কাছে অপেক্ষাগার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে দায়িত্বরত আর্মড পুলিশ সদস্যরা তাকে পুলিশের হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করলে তিনি পায়ুপথে ইয়াবা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে তার পায়ুপথ থেকে ইয়াবা বের করে আনা হয়।  

জিজ্ঞাসাবাদে তিনি জানান, কক্সবাজারের উখিয়ার খালেদা (২৫) তাকে এই ইয়াবা ঢাকায় পৌঁছানোর জন্য দেয়। ঢাকার মিরপুরের ১২ নম্বর সেকশন থেকে ইয়াবাগুলো খালেদার স্বামী আলমগীরের (৩০) গ্রহণ করার কথা ছিল। ১৫ হাজার টাকার বিনিময়ে তিনি এ কাজ করছেন।  

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন বাংলানিউজকে বলেন, আটক হেলালের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক ইয়াবার বাজার মূল্য ৪ লাখ ২৭ হাজার টাকা।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
টিএম/আরকেআর/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।