ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
সিলেটে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যুতে সড়ক অবরোধ মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে সড়ক দুর্ঘটনায় ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) শিক্ষার্থী ইমতিয়াজ মাহবুব মির্জা (২০) নিহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে নগরের শাহী ঈদগাহ টিভি গেইট এলাকায় মানববন্ধন ও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা ‘আমার ভাই মরলো কেনো, প্রশাসন জবাব চাই।

’ খুনি চালকের রক্ষা নাই, বিচার চাই, ফাঁসি চাই’ স্লোগানে দেন।

গত ২১ জানুয়ারি দিনগত রাত আড়াইটার দিকে নগরের চৌহাট্টায় বেপোরোয়া গতির ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ ঘটনাস্থলে প্রাণ হারান। ওই রাতে এক আত্মীয়র বাসায় গায়ে হলুদের অনুষ্ঠান থেকে দুই বন্ধুসহ মোটরসাইকেল যোগে ফিরছিলেন ইমতিয়াজ। তিনি নগরের শেখঘাট এলাকার বাসিন্দা ও আইএইচটির ছাত্র ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।