ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে জাতীয় গ্রন্থাগার দিবস পালন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
বরিশালে জাতীয় গ্রন্থাগার দিবস পালন বরিশালে জাতীয় গ্রন্থাগার দিবস উপলক্ষে র‌্যালি। ছবি: বাংলানিউজ

বরিশাল: ‘পড়ব বই, গড়ব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বরিশালে পালন করা হলো জাতীয় গ্রন্থাগার দিবস।

বুধবার (০৫ ফেব্রুয়ারি) দিনটি উপলক্ষে সকাল ১০টায় নগরের বিভাগীয় সরকারি গ্রন্থাগার থেকে এক র‌্যালি বের হয়ে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজ চত্বর প্রদক্ষিণ করে।

পরে গ্রন্থাগার হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়াও দিবসের কর্মসূচিতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’ বই নিয়ে বই পাঠ প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে কুইজসহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।