ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সম্মেলন অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগের উদ্যোগে সংস্থাটির জাতীয় সদর দপ্তরে ‘যুব প্রধান সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টায় মগবাজারে সোসাইটির প্রশিক্ষণ কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- সংস্থাটির চেয়ারম্যান ও সংসদ সদস্য (এমপি) হাফিজ আহমদ মজুমদার।

সভাপতিত্ব করেন মহাসচিব মো. ফিরোজ সালাহ উদ্দিন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. জিয়াউল হক, সোসাইটির ম্যানেজিং বোর্ডের সদস্য অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, গাজী মোজাম্মেল হোসেন টুকু প্রমুখ উপস্থিত ছিলেন।  

সম্মেলনে রেড ক্রিসেন্ট সোসাইটির ৬৪ জেলা ও ৪ সিটি ইউনিট এবং জাতীয় দপ্তরের দায়িত্বরত যুব প্রধানসহ সারাদেশ থেকে ৬৯ জন যুব প্রধান অংশ নেন।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
আরকেআর/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।