বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের বনগ্রাম-সমেশপুর সড়কে বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই স্কুলছাত্র হল- বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র কৈজুরি ইউনিয়নের সমেশপুর গ্রামের ফারুখ শেখের ছেলে বাবু মোল্লা (১২) ও একই গ্রামের মৃত আব্দুর সরদারের ছেলে সপ্তম শ্রেণির ছাত্র আসিফ হোসেন (১৩)।
এ ঘটনায় আহত হয়েছে ওই মোটরসাইকেলের আরেক আরোহী সমেশপুরের আজিজুল মোল্লার ছেলে ইয়ামিন মোল্লা (১২)। ইয়ামিন ওই স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র।
বনগ্রাম উচ্চ বিদ্যালয়ের শরীর চর্চা বিষয়ক শিক্ষক হুমায়ূন কবীর বাংলানিউজকে জানান, বিদ্যালয় ছুটি হলে আসিফ ও অপর দুইজন একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল। বিদ্যালয় থেকে আনুমানিক এক মিটার সামনে গেলে মুন্সী বাজারগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে আসিফ ও বাবু ঘটনাস্থলেই মারা যায়। ইয়ামিন সামান্য আহত হয়।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল ইসলাম জানান, এ দুর্ঘটনার পর স্কুলের ছাত্র-ছাত্রী ও স্থানীয়রা ট্রাকটিকে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।
বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এনটি