দিনাজপুর: দিনাজপুরের কাহারোল উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ফারুক হোসেন (৪৫) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন।
বুধবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর-পঞ্চগড় মহাসড়কের কাহারোল উপজেলার ভাতগাঁও বীজের পশ্চিমপাশে এ দুর্ঘটনা ঘটে।
কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার রায় বাংলানিউজকে জানান, বিকেলে বীরগঞ্জ থেকে ধান বোঝাই করে একটি ট্রাক দিনাজপুরে আসছিল।
ট্রাকটি ভাতগাঁও ব্রিজের পশ্চিমপাশে পৌঁছালে ঠাকুরগাঁওমুখী রড বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ধান বোঝাই ট্রাকের চালক ফারুক হোসেন ঘটনাস্থলেই মারা যান।
এ ব্যাপারে কাহারোল থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।